সংবাদ শিরোনাম:
গোপালপুরে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে খাবার বিতরণ টাঙ্গাইলে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার মিষ্টির দোকানে জরিমানা বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু টাঙ্গাইল হরিজন পল্লীতে পূজা নিয়ে মারামারি,গর্ভবতী নারীসহ আহত ৩ গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার 

কালিহাতীতে মঞ্চস্থ হলো নাটক ‘অভিশপ্ত আগস্ট’

  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৫৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যার করুণ আলেখ্য ও পূর্বাপর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ নাট্যদলের প্রযোজনায় নির্মিত নাটক ‘অভিশপ্ত আগস্ট’ এবার মঞ্চন্থ হয়েছে টাঙ্গাইলের কালিহাতীতে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় কালিহাতী থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে নাটকটি মঞ্চায়িত হয়।

নাটকটির পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) এবং নাটকটি রচনা ও নির্দেশনা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ পরিদর্শক মো: জাহিদুর রহমান।

অভিশপ্ত আগস্ট নাটকের সব কলাকুশলী ছিলেন ডিএমপিসহ দেশের বিভিন্ন জেলার পুলিশ সদস্যরা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেই নারকীয় হত্যাকাণ্ড এবং কুখ্যাত খুনিসহ নেপথ্যের তথ্য ফুটে উঠেছে ইতিহাস নির্ভর এ নাটকে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরিফুদ্দিন, কালিহাতী সার্কেল এএসপি শরীফুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার সহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
নাটকটি দেখে উপস্থিত দর্শক-শ্রোতা এবং অতিথিরা আবেগে আপ্লুত হয়ে উঠেন এবং এ ধরনের নাটক মঞ্চায়িত করার জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে এই ধারা অব্যাহত রেখে অতিথিরা প্রত্যেক উপজেলায় নাটকটি পরিবেশনের অনুরোধ জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme