সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

টাঙ্গাইলে স্কুল ছাত্র রাহাত হত্যার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার

  • আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে স্কুল শিক্ষার্থী রাহাত তালুকদারকে (১৩) গলা কেটে হত্যার ৪৮ ঘন্টার মধ্যে মূল রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এসএসপি মো: এরশাদুর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৩ মার্চ বুধবার ভোর রাতে কালিহাতী উপজেলার আগবানিয়ারা এলাকার একটি পুকুর থেকে শাহাদত হোসেন তালুকদারের ছেলে রাহাত তালুকদারের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। এরপর র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তির মাধ্যমে এ হত্যার সাথে জড়িত মূল আসামীকে সনাক্ত করা হয়। পরে র‌্যাবের একটি আভিযানিক দল উপজেলার এলেঙ্গা থেকে আসামী বিপ্লবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী কালিহাতী উপজেলার আগবানিয়ার গ্রামের নবু মিয়ার ছেলে। পরে আসামী জানায়, ২২ মার্চ রাতে কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজার এলাকায় লুডু খেলা নিয়ে নিহত রাহাত ও আসামী বিপ্লবের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার সূত্র ধরে আসামী রাহাতকে হত্যার পরিকল্পনা করে এবং ঐ দিন রাতেই নিহত রাহাত বাড়ি ফেরার পথে আবু তালেবের পুকুর পাড়ে পৌছালে আসামী বিপ্লব রাহাতকে পিছন থেকে ডাক দিয়ে থামায়। পরে বিপ্লবের হাতে থাকা ধারালো ব্লেড দিয়ে রাহাতের গলা কাটে। এসময় রাহাত বাঁচার জন্য চিৎকার করলে বিপ্লব তার মুখ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে পুকুরে ফেলে সেখান থেকে চলে যায়। এ ঘটনায় রাহাতের মোবাইল ফোন ও হত্যার সময় আসামী বিপ্লবের প্যান্ট ও শার্ট উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, রাহাতকে মঙ্গলবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে রাহাতের বাবা সারা রাত সব জায়গায় খুঁজাখুঁজি অব্যাহত রাখে। এক পর্যায়ে বুধবার ভোরে কোকডহরা ইউনিয়নের আগবানিয়ারা এলাকায় একটি পুকুর পারে রাহাতকে মৃত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গত ২৪ মার্চ রাহাতের বাবা বাদি হয়ে কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme