সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
নাগরপুর মাতালেন সংঙ্গীত শিল্পী পড়শী

নাগরপুর মাতালেন সংঙ্গীত শিল্পী পড়শী

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর :টাঙ্গাইলের নাগরপুর মাতিয়ে গেলেন তরুণদের হার্ডথ্রব সংঙ্গীত শিল্পী পড়শী। শনিবার সন্ধায় নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত পাঁচ দিন ব্যাপী ক্ষুদ্র কুটির ও বৈশাখী মেলায় জমকালো সাস্কৃতিক অনুষ্ঠানে তিনি পারফর্ম করেন। রাত ৯টায় জনপ্রিয় কন্ঠশিল্পী পড়শী পারফর্ম করতে মঞ্চে উঠেন। ও আমার বন্ধু গো চীর সাথী পথ চলা, তোমারি জন্য গড়েছি আমি মঞ্জিল ভালবাসা, গানটি প্রথমে গেয়েই মাতিয়ে তুলেন হাজার হাজার দর্শক। তার কন্ঠে কন্ঠ মিলিয়ে গাইতে থাকেন হাজার হাজার উৎসুক যুবক যুবতিরা। কিছুক্ষনের জন্য তারা হারিয়ে যায় অন্য ভূবণে। খুশি ও আনন্দে আত্ম হারা হয়ে পড়ে দর্শক। এর পর একে একে গুণী এই শিল্পী পরিবেশন করেন তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে, ওরে সাম্পান ওয়ালা তুই আমারে করলি দিওয়ানা, এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয় পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন আমার যায়, মত তমুল জনপ্রিয় ও শ্রোতা প্রিয় গান গুলি। বৈশাখী মেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোন্ধা সুজায়েত হোসেন, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সিদ্দিক, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম অপু ও নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840