প্রতিদিন প্রতিবেদক,বাসাইল : টাঙ্গাইলের বাসাইলে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)’ প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. তৌহিদুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবউল আলম খাসনবীশ, সমাজসেবা অধিদপ্তরের গবেষণা ও প্রকাশনা কর্মকর্তা সানজিদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন প্রমুখ।
সেমিনারে বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।