সংবাদ শিরোনাম:
গোপালপুরে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে খাবার বিতরণ টাঙ্গাইলে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার মিষ্টির দোকানে জরিমানা বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু টাঙ্গাইল হরিজন পল্লীতে পূজা নিয়ে মারামারি,গর্ভবতী নারীসহ আহত ৩ গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার 

সিরাজগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা: সাবেক এমপি আজিজের ৩ দনিরে রিমান্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১২৪ বার দেখা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি : ছাত্র জনতার মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বুধবার (২১ মে) বিকেল ৩টায় আব্দুল আজিজকে তাড়াশ আমলী আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানী শেষে বিচারক আইভীন আক্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল বলেন, গত ৪ আগস্ট তাড়াশে ছাত্র জনতার মিছিলে হামলা, হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক এমপি আব্দুল আজিজের তিন দিনের রিমান্ড মঞ্জর করেছে আদালত।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাড়াশ উপজেলার জিকেএস  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো  হয় ছাত্ররা। এসময় সংসদ সদস্য আব্দুল আজিজ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোটা, বিদেশী পিস্তল, লোহার রড, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদের উপর হামলা চালায়।  হামলায় সমন্বয় সাব্বির খন্দকার সহ বেশ কয়েকজন ছাত্র আহত হয়।

এঘটনায় সাব্বির খন্দকারের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ কে প্রধান আসামি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আব্দুল আজিজ কে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গত ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার কলাবাগান থেকে সাবেক এমপি আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

গত ৮ এপ্রিল রাতে আব্দুল আজিজ সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পায়। তিনি কারাগারের বাইরে আসলে বিক্ষুব্ধ ছাত্ররা তাকে মারপিট করে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করে। পরে তাকে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে পাঠায় পুলিশ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme