প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর, মাহমুদনগর, কাকুয়া ও কাতুলী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী বিফিং অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুলাই মঙ্গলবার সদর থানা প্রাঙ্গণে এ বিফিং এর আয়োজন করা হয়। এসময় দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষে বিভিন্ন দিক-নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) মোছাঃ শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস.এম. মনসুর মূসা, সহকারি পুলিশ সুপার (সখিপুর সার্কেল) এমএম রকীব উর রাজা, সহকারি পুলিশ সুপার (এসএএফ) মোঃ আবদুল্লাহ আল ইমরানসহ সকল থানার অফিসার ইনচার্জ, অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।