সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

ইফতারের চাঁদা না দেওয়ায় টাঙ্গাইলের সাবেক ক্রিকেটারকে কুপিয়েছে সন্ত্রাসীরা

  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৭১০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ইফতারের চাঁদা না দেওয়ায় টাঙ্গাইল শহরের সাবেক ক্রিকেটার ও আবর্তন-৯৯ এর সাধারণ সম্পাদক রায়হান ইমন (৩৫) কে কুপিয়েছে আকাশ, সাগর সহ ১৫/২০ জন চিহ্নিত সন্ত্রাসী। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক ও ছিনতাই সহ নানা অভিযোগ রয়েছে।

ইমনের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন চিকিৎসক। তার শরীরে বিভিন্ন স্থানে ১০ থেকে ১৫টি সেলাই করা হয়েছে। ইমন শহরের বিশ্বাস বেতকা এলাকার শফিকুর রহমানের ছেলে।

আবর্তন-৯৯ এর অন্যতম সদস্য দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ সহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শনিবার রাত আটটার দিকে তাকে আশংকা জনক অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় তলায় ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইমন অপারেশন থিয়েটারে রয়েছে।

সরেজমিনে হাসপাতালে গেলে রায়হান ইমন জানান, শুক্রবার বিকেল চারটার দিকে শহরের বোয়ালী এলাকার আলাল হোসেনের ছেলে সন্ত্রাসী আকাশ ও তার মামাত ভাই সাগর আমার আমার বাসায় আসে। তারা একটি ইফতার পার্টির আয়োজন করবে বলে আমার কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবী করে। আমি বলি পরে দেখবো নি। এরপর শনিবার ইফতারের পর আমি ও আমার বন্ধুরা গোডাউন ব্রীজের সামনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। এসময় সন্ত্রাসী আকাশ, সাগর এসে আমার সাথে কথা বলবে বলে চায়ের দোকানের সামনে থেকে একটু দূরে ডেকে নিয়ে যায়।

সেখানে তাদের আরো ১৫ থেকে ২০ জন বন্ধু ছিল। সেখানে নিয়ে তারা আমাকে জিজ্ঞেস করে কেন তাদের ইফতার পার্টির জন্য চাঁদা দিলাম না। এই বলেই তাদের হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথালী কুপাতে থাকে। পরে আমি দৌড়ে অন্যত্র পালানোর চেষ্টা করতেই পরে যাই।

এসময় তারা দৌড়ে এসে আমাকে কুপাতে থাকে। পরে আমার অন্যান্য বন্ধুরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এর পর আমি অচেতন হয়ে পরি। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শফিকুল ইসলাম সজিব জানান, রাত আটটার দিকে প্রায় অচেতন রক্তাত্ত অবস্থায় ইমনকে হাসপাতালে আনা হয়। তার সারা শরীরে কুপের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে প্রায় ১০/১৫ টি সেলাই করা হয়েছে। তবে ইমন শঙ্কা মুক্ত নয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme