সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে টাকা ছিনতাইয়ের নাটক সাজায় মালেক কালিহাতীতে বাঁশ ও বেতের বিভিন্ন পণ্য তৈরীর প্রশিক্ষণ কাতুলীতে বালু খেকোদের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন সা’দত কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা টাঙ্গাইলে ‘বায়ান্ন থেকে একাত্তর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী প্রধানমন্ত্রী কর্তৃক গৃহহীন ও ভুমিহীনদের জন্য ঘর উদ্বোধন বিষয়ে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন অবৈধ সংগঠন কর্তৃক মানববন্ধনে বিড়ির কর ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিড়ি শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সখীপুরে স্বামীর পরকীয়ায় স্ত্রীর বিষপানে আত্মহত্যা বল্লা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত সখীপুরে জমে উঠেছে নারী উদ্যোক্তা মেলা
একটি ভোটও চুরি করতে পারবেন না- কাদের সিদ্দিকী

একটি ভোটও চুরি করতে পারবেন না- কাদের সিদ্দিকী

আমিনুল ইসলাম, সখীপুর: সারাদেশে কি হবে জানি না, তবে টাঙ্গাইলে একটি ভোটও চুরি করতে পারবেন না। ২০১৮ সালে নির্বাচন হয় নাই। ভালোভাবে ভোট হতে দেন। এখনও বহু মানুষ বঙ্গবন্ধু ও আপনাকে (শেখ হাসিনা) ভালোবাসে।

বৃহস্পতিবার ২৬ জানুয়ারি বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার নবগঠিত হতেয়া রাজাবাড়ী ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজনে হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অস্ত্র কোনো শক্তি না, অস্ত্র যাঁরা চালায় তাঁরাই শক্তি। আমরা অস্ত্র চালিয়েছি বঙ্গবন্ধুর নির্দেশে। এ কারণেই আমি বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র জমা দিয়েছি। তিনি বলেন, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। তখন বয়স ২৫ বছর। মা-বোনেরা ধর্ষিত হচ্ছে, ইজ্জত হারাচ্ছে। এজন্যই জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। বনবিভাগকে ১৫দিনের সময় দিয়ে বলেন, আপনারা গাছ পাহাড়া দেবেন। কারও ঘাড়ে ধরবেন না, কারও বাড়ি ভাঙ্গবেন না। আমরা দেশ স্বাধীন না করলে আপনারা কিছুই হতে পারতেন না। আপনারা মানুষের সেবা করবেন।

ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হুমায়ুন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি আবদুল হালীম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম আবু সালেক হিটলু, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুস ছবুর, সদস্য আশিক জাহাঙ্গীর, পৌর জনতা লীগের সভাপতি আবু জাহিদ রিপন প্রমুখ।

Author Profile

Shushanta Kumar
আমাদের প্রতিভাবান ওয়েব ডেভেলপার, যিনি প্রতিটি প্রকল্পে সৃজনশীলতা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত দক্ষতা নিয়ে আসেন। শিল্পে বছরের পর বছর অভিজ্ঞতার সাথে, তারা ফ্রন্ট-এন্ড এবং ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট, রেসপন্সিভ ডিজাইন এবং ওয়েব সিকিউরিটির ক্ষেত্রে তাদের দক্ষতাকে সম্মানিত করেছে। তিনি HTML, CSS, JavaScript এবং অন্যান্য প্রোগ্রামিং ভাষায় দক্ষ এবং সর্বদা সর্বোত্তম ফলাফল প্রদানের জন্য সর্বশেষ প্রবণতা এবং প্রযুক্তির সাথে আপ-টু-ডেট থাকেন। উচ্চ-মানের, ব্যবহারকারী-বান্ধব ওয়েবসাইট তৈরিতে তার উত্সর্গ তাকে একজন নির্ভরযোগ্য এবং উদ্ভাবনী ওয়েব বিকাশকারী হিসাবে খ্যাতি অর্জন করেছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840