প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: করোনা প্রভাবে এলেঙ্গায় কর্মহীন অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কালিহাতী উপজেল যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা। তিনি ২০০ কর্মহীন মানুষের ঘরে ঘরে ৫ কেজি চাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি আলু ও ১টি সাবান দিয়েছেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌরসভার মেয়র নুর-এ-আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ও এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা উপস্থিত ছিলেন।