এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিদিন প্রতিবেদক: এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় টাঙ্গাইলের মারুফ (১৭) নামে এক স্কুলছাত্র গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার ২৯ নভেম্বর সকাল ৯টায় ভূঞাপুর উপজেলা সংলগ্ন পাশর্^বর্তী ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের বলমআটা গ্রামের ইবরাহীমের ছেলে। সে পাশর্^বর্তী গোপালপুর উপজেলার বড়শিলা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পরিবার ও প্রতিবেশিরা জানায়, সোমবার ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়। এতে মারুফ ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়। পরে হতাশাগ্রস্থ হয়ে মানুষিকভাবে ভেঙে পড়ে। রাতে না খেয়ে ঘরে ঘুমায়। মঙ্গলবার সকালে তার মা রান্না শেষে মারুফকে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে তার মা উঁকি মেরে দেখে মারুফ ঘরের ধন্নায় ঝুলছে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে তাকে নামিয়ে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করেছি। জানতে পেরেছি সে এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়ে আত্মহত্যা করে।

Author Profile

Mostak Hossain
Mostak Hossain
আমাদের এডিটর-ইন-চিফ একজন পাকা সাংবাদিক যিনি শিল্পে বছরের পর বছর অভিজ্ঞতার সাথে। বিশদ বিবরণের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি এবং গল্প বলার প্রতি অনুরাগ সহ, তিনি আমাদের নিউজরুমকে সর্বোচ্চ স্তরের সম্পাদকীয় মান দিয়ে নেতৃত্ব দেন। সংবাদ সংগ্রহ, তথ্য-পরীক্ষা এবং সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে তার দক্ষতা নিশ্চিত করে যে আমরা প্রকাশ করি প্রতিটি নিবন্ধ ন্যায্য, নির্ভুল এবং প্রভাবশালী। তিনি আমাদের পাঠকদের সবচেয়ে প্রাসঙ্গিক এবং আকর্ষক বিষয়বস্তু প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ, এবং তার নেতৃত্ব আমাদের প্রকাশনাকে অসংখ্য পুরস্কার এবং প্রশংসা অর্জন করেছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840