সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

করটিয়ায় স্কুল-মন্দির ও দোকানে চুরির অভিযোগ

  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪১৩ বার দেখা হয়েছে।

ইমরুল হাসান বাবু: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার মাদারজানী গ্রামে একই রাতে স্কুল-মন্দির ও দুই দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার মালামাল সহ বিভিন্ন জিনিষপত্র চুরি হয়ে যায়। সোমবার (০৩ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, মাদারজানী ৩৩নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্লাদ ঘোষের মন্দির, সুনীলের দোকান ও হুটুর দোকানের তালা ভেঙে দুর্বত্তরা চুরি করতে ঢুকে। এ সময় তারা প্রাথমিক বিদ্যালয় থেকে যাবতীয় আসবাবপত্র, পল্লাদ ঘোষের মন্দিরের প্রতিমার স্বর্ণালঙ্কার, সুনীল ও হুটুর দোকান থেকে পঞ্চাশ হাজার টাকার মালামালসহ রাতেই প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে বিদ্যালয়ের সহকারি শিক্ষক চাঁন মিয়া বলেন, আমাদের বিদ্যালয়ের তালা ভেঙে বিভিন্ন ধরনের আসবাবপত্র চুরি হয়ে যায়। দোকানদার সুনীল বলেন, প্রতিদিনের ন্যায় রোববার (০২ ফেব্রুয়ারি) রাত সাড়ে আট টার সময় দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই। সকালে এসে দেখি আমার দোকানের তালা ভাঙা। পরে দোকানের ভেতর ঢুকে দেখি আমার ক্যাশ বাক্সে থাকা টাকা এবং বেশকিছু মালামাল নেই।

স্থানীয় সুশীল সমাজের একাধিক ব্যক্তি এ প্রতিবেদককে জানান, মাদারজানী এলাকায় বেশ কিছু দিন ধরে উঠতি বয়সী মাদকসেবীদের উৎপাত বেড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন মুঠোফোনে বলেন, চুরির ঘটনার কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme