প্রতিদিন প্রতিবেদক: বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৩ টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বুধবার রাত রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর বঙ্গগামী নীলাচল গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে নিমাই মাষ্টারে বাড়ির থাকার ঘরের ভিতর ঢুকে পড়ে।
এতে ঘুমে থাকা দুইজন গুরতর আহত হন।আহতরা হলেন, করাতি পাড়া গ্রামের মৃত উপেন্দ্রনাথের ছেলে নিমাই মাষ্টার (৭০) ও তার স্ত্রী অর্চনা সুত্র ধর (৫৫)।তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে স্থানীয় সমাজ সেবক বোরহান উদ্দিন বলেন,রাস্তার পাশে আমরা যাহারা বসবাস করছি তারা সকলেই নিরাপত্তাহীনতায় আছি।
এব্যাপারে হাইওয়ে পুলিশ গোড়াই থানার ওসি মনিরুজ্জামান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ী জব্দ করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।