প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী : করোণা মোকাবেলায় মানুষের দ্বারপ্রান্তে ঘুরে ঘুরে সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছেন টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে বিভিন্ন ব্যাংক ও ফার্মাসির সামনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য সচেতনা সৃষ্টি করেছেন কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান।
মোল্লা আজিজুর রহমান বলেন, জাতির প্রতিটি ক্রান্তিকালে জীবনবাজি রেখে অসাধারণ ভূমিকা রেখে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। করোনা সংকটেও তার ব্যতিক্রম নয়। মৃত্যুভয়কে জয় করে ডাক্তারদের পাশাপাশি পুলিশের মাঠপর্যায়ের প্রতিটি সদস্যই সাহসের সাথে করোনাযুদ্ধে লড়ে যাচ্ছেন। করোনা মোকাবিলায় সম্মুখ সারিতে থেকে কাজ করছে পুলিশ সদস্যরা। তাদের এ ভূমিকা ইতোমধ্যেই সারা উপজেলার মানুষের প্রশংসা কুড়িয়েছে। সেই সাথে থানার ওসি তদন্ত ও দুই কনস্টেবল করোনায় আক্রান্ত হয়েছেন।