প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর প্রতিনিধি-সজীব ওয়াজেদ জয় পরিষদের টাঙ্গাইল সদর উপজেলার ৯ নং কাকুয়া ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস ছাত্তার আজাদের সভাপতিত্বে খাস কাকুয়া হাই স্কুল মাঠে এ সম্মেলনের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম খান। প্রধান আলোচক ছিলেন সজীব ওয়াজেদ জয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন খান তোফা,
সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ আহমেদ, কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোহাম্মদ আলী জিন্নাহ, সজীব ওয়াজেদ জয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি মো. মতিউর রহমান মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আকাশ, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন। সম্মেলনে বক্তব্য রাখেন কাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম বিপ্লব, সজীব ওয়াজেদ জয় পরিষদ জেলা শাখার যুগ্ম আহবায়ক কেএম মোস্তাফিজুল হক, সদর উপজেলা শাখার আহবায়ক মো. শওকত আলী সৈকত প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সজীব ওয়াজেদ জয় পরিষদ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম মুক্তি।
সম্মেলনে জাহিদ হাসানকে সভাপতি ও খন্দকার জসিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।