প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে ৪০০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার টাঙ্গাইল র্যাব ১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ভাবলা দক্ষিন পাড়া গ্রামের মাসুদ ইশবালের ছেলে এখলাসুর রহমান নাহিদকে (২২) গ্রেফতার করা হয়। এ সময় ৪০০ পিস ইয়াবা, ১টি মোবাইল এবং ১টি সিম উদ্ধার করা হয়। কালিহাতি থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছে। আসামীর বিরুদ্ধে কালিহাতি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।