সংবাদ শিরোনাম:
সোসাইটি ফর সোস্যাল সার্ভিস এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভুঁইয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ডিসি অফিসের সরোয়ারের প্রতারণার নতুন ফাঁদ, মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা ভূঞাপুরে সরকারি রাস্তার মাটি কাটার বিষয়ে তদন্তে সার্ভেয়ারের মন্তব্যে এলাকাবাসীর ক্ষোভ ! টাঙ্গাইল মাদকদ্রব্য অধিদপ্তরের ক্যাশিয়ার ফরিদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর মতবিনিময় টাঙ্গাইল সদর ৫ আসনের এমপি পদপ্রার্থী সাতিলের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ২৫ বছর পর এসডিএস’র টাকা ফেরত পেলো গ্রাহকরা ডিসি অফিসের সরোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে! অর্থ লুটের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তা বরখাস্ত নাগরপুরে ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা

কালিহাতীতে কাবিখা প্রকল্পে বিদ্যালয় মাঠ থেকে মাটি ভরাটের অভিযোগ

  • আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৬২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে কাবিখা প্রকল্পের মাটি নেয়া সহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে কালিহাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় পাইকড়া বাজার থেকে দক্ষিণ পাড়া মসজিদ পর্যন্ত ২ লাখ টাকার কাবিখা প্রকল্পের অনুমোদন দেয়া হয়। আর সেভাবে আনোয়ার খানকে সভাপতি, শফি উদ্দিনকে সাধারণ সম্পাদক ও রাজু আহাম্মেদ, আমানত হোসেন এবং হাসমত আলীকে সদস্য করে এ প্রকল্পের কাজ শুরু করা হয়।

শুরুতেই প্রকল্প কমিটি রাস্তার পাশে যাদের বাড়ীঘর রয়েছে তাদের কাছ থেকে ৫ থেকে ১৫ হাজার টাকা করে নিয়ে মাটি ভরাটের কাজ করে। এভাবে প্রকল্পে নয় ছয় করে কাজ করায় ২ লাখ টাকার মধ্যে প্রায় ৫০ হাজার টাকার কাজ করে।

এমনকি শুক্রবার (৫ জুলাই) পাইকড়া প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকার কারণে বিদ্যালয়ের মাঠ থেকে মাটি কেটে প্রকল্পের সভাপতি আনোয়ার হোসেন খান ওই রাস্তায় ফেলেন।

এ ব্যাপারে পাইকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহফুজা আক্তার মুন্নি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আক্তার হোসেন বলেন, ঘটনার দিন বিদ্যালয় বন্ধ থাকায় মাঠ থেকে প্রকল্পের লোকজন কৌশলে মাটি কেটে নিয়েছে। এ ব্যাপারে উদ্বর্তন কর্মকর্তাদের আমরা জানিয়েছি।

কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, প্রকল্পের লোকজন বিদ্যালয়ের মাঠ থেকে মাটি নিয়ে প্রকল্পের কাজ করেছে এটা খুব অন্যায় করেছে এ ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme