সংবাদ শিরোনাম:
কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী নাগরপুরে মোকনা ইউনিয়নে বিএনপি নেতা লাভলু লিফলেট বিতরণ ও বৃক্ষরোপন নাগরপুরে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন নাগরপুর সদর মীরনগর যুব সংঘ ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত পাঁচ বছরেও শেষ হয়নি ২৫৬ মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ, লাপাত্তা ঠিকাদার

কালিহাতীতে কাবিখা প্রকল্পে বিদ্যালয় মাঠ থেকে মাটি ভরাটের অভিযোগ

  • আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৬২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে কাবিখা প্রকল্পের মাটি নেয়া সহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে কালিহাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় পাইকড়া বাজার থেকে দক্ষিণ পাড়া মসজিদ পর্যন্ত ২ লাখ টাকার কাবিখা প্রকল্পের অনুমোদন দেয়া হয়। আর সেভাবে আনোয়ার খানকে সভাপতি, শফি উদ্দিনকে সাধারণ সম্পাদক ও রাজু আহাম্মেদ, আমানত হোসেন এবং হাসমত আলীকে সদস্য করে এ প্রকল্পের কাজ শুরু করা হয়।

শুরুতেই প্রকল্প কমিটি রাস্তার পাশে যাদের বাড়ীঘর রয়েছে তাদের কাছ থেকে ৫ থেকে ১৫ হাজার টাকা করে নিয়ে মাটি ভরাটের কাজ করে। এভাবে প্রকল্পে নয় ছয় করে কাজ করায় ২ লাখ টাকার মধ্যে প্রায় ৫০ হাজার টাকার কাজ করে।

এমনকি শুক্রবার (৫ জুলাই) পাইকড়া প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকার কারণে বিদ্যালয়ের মাঠ থেকে মাটি কেটে প্রকল্পের সভাপতি আনোয়ার হোসেন খান ওই রাস্তায় ফেলেন।

এ ব্যাপারে পাইকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহফুজা আক্তার মুন্নি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আক্তার হোসেন বলেন, ঘটনার দিন বিদ্যালয় বন্ধ থাকায় মাঠ থেকে প্রকল্পের লোকজন কৌশলে মাটি কেটে নিয়েছে। এ ব্যাপারে উদ্বর্তন কর্মকর্তাদের আমরা জানিয়েছি।

কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, প্রকল্পের লোকজন বিদ্যালয়ের মাঠ থেকে মাটি নিয়ে প্রকল্পের কাজ করেছে এটা খুব অন্যায় করেছে এ ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme