প্রতিবেদক কালিহাতিঃ টাঙ্গাইলের কালিহাতীতে নব্বই দশকের স্থানীয় ছাত্রলীগ নেতাদের পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৮ ডিসেম্বর) সকালে কালিহাতী সরকারি আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই পুণর্মিলনী অনুষ্ঠিত হয়।
কালিহাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে পুণর্মিলনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ্যাডভোকেট নুরুল আলম, তোফায়েল আহাম্মেদ সেন্টু, খোকন সিদ্দিকী, বেনজীর আহাম্মেদ বাদল, রুহুল আমিন, আমিরুল হক হিরা, বুলবুল হাসান, আব্দুর রাজ্জাক, আবু বকর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, নব্বই দশকের তুখোর ছাত্রলীগ নেতা শামসুল আলম।
বক্তারা নব্বই দশকে ছাত্রলীগের আন্দোলন-সংগ্রামের স্মৃতি চারণ করেন। তারা আগামিতে দেশ ও জাতির কল্যাণে স্থানীয় রাজনীতিতে সুষ্ঠু পরিবেশ তৈরির প্রত্যয় ব্যক্ত করেন।