সংবাদ শিরোনাম:

কালিহাতীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৬২০ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতী উপজেলার খিলদা স্কুল মাঠ প্রাঙ্গনে কেন্দ্রিয় সাধু সংঘ’র আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরন ও সেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকাল ৯ টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম।

কেন্দ্রিয় সাধু সংঘের সভাপতি হরিমোহন পালের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মহিউদ্দিন আলমগীর রোমেল, বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক বাবু নারায়ন চন্দ্র সাহা।

স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রিয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা ও কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার নুরুন্নাহার বেগম,

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, স্কুল হেলথ ক্লিনিক টাঙ্গাইলের মেডিকেল অফিসার সঞ্চিতা মিত্র,

সেবা সংস্থার অর্থ পরিচালক আলহাজ্ব মনিরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মীর মিজানুর রহমান, কেন্দ্রিয় সাধু সংঘের সাধারন সম্পাদক রেজাউল করিম তালুকদার,

উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা কমিটির আহবায়ক ডা: আব্দুল মজিদ ।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরন অনুষ্ঠানে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ ৩০ জন ডাক্তার বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

অনুষ্ঠানে সেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। এতে জনসাধারন তাদের নিজ উদ্যোগে রক্তদান কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme