সংবাদ শিরোনাম:

কালিহাতীতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ১৯৭৬ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে বিদেশি পিস্তল ও গুলিসহ ফারুক (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধল্লাই এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত যুবক উপজেলার ধানগড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ফারুক (২৫)।

কালিহাতী সার্কেল এএসপি রাসেল মনির জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (০৭ জানুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনা করাকালে নাগবাড়ী ইউনিয়নের ধল্লাই এলাকায় গ্রেফতারকৃত ফারুক মুখ পেঁচিয়ে ঘুরাফেরা করতেছিল।

তাকে আমাদের সন্দেহ হওয়ায় তল্লাশি করাকালে তার কোমরে হাত দিতে বাঁধা দেয় এতে আমাদের সন্দেহ আরো বেরে যায়।

পরে তার কোমর থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme