মনির হোসেন কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে নতুন করে আরও ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন, শাহজালাল ইসলামী ব্যাংক কালিহাতী শাখার এস ইও আ: রহমান (৩৯),
কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামের মনোয়ারা বেগম (৫২) ও রুমি(২৪), উত্তর কালিহাতী গ্রামের সুমিতা রায় (৩০),
উপজেলার কোকডহড়া ইউনিয়নের বাড্ডা গ্রামের বাহারণ(৪০), বল্লা ইউনিয়নের বল্লা গ্রামের মোঃ মাসুদ(৫০) ও আফসানা (২১)।
এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৭ জনে। এদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৩৮ জন।
মঙ্গলবার (২৮জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।
আক্রান্ত নতুন ৭ জনই তাদের নিজ নিজ বাসায় হোম আইসোলেশনে থাকবে বলেও জানা গেছে।