মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে বিভিন্ন খাবার হোটেল ও মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে আট হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান।
বৃহস্পতিবার (১৬মে) দুপুরে কালিহাতি বাসস্ট্যান্ড এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।
এসময় প্রিয়াসী হোটেল এন্ড রেষ্টুরেন্ট কে পাঁচ হাজার ও সম্ভোর হোটেলকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার রহমান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৫৩ ধারায় কালিহাতী বাসস্ট্যান্ডের দুই হোটেল প্রতিষ্ঠানকে নোংড়া পরিবেশ থাকায় আট হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।