সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

কালিহাতীতে মা ও শিশু সন্তান সহ নতুন করোনায় আক্রান্ত তিন

  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৭৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : কালিহাতীতে মা ও তার ছয় বছরের শিশু ছেলে সন্তান সহ নতুন করে আরো তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮ জনে।

নতুন আক্রান্তরা হলো, উপজেলার নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন সিদ্দিকীর ছোট ভাই দীপু সিদ্দিকী (২৪) এবং টাঙ্গাইল ফায়ার সার্ভিসের অফিস সহায়ক একই ইউনিয়নের সোমজানী গ্রামের হাফসা বেগম (২৮) ও তার শিশু ছেলে আব্দুল আহাদ (৬)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আক্রান্ত দীপু সিদ্দিকীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানা যায়, তিনি ঢাকার সাভারে একটি গার্মেন্টসে চাকরি করেন। সেখানে থাকাকালীন সময়ে তার দুইদিন জ্বর ছিল। জ্বর ভালো হওয়ার পর গত ১ জুন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তার করোনা পরীক্ষার নমুনা দিয়ে গেলে কর্তৃপক্ষ গত ২ জুন তার নমুনাটি ঢাকায় পাঠিয়ে দেন। পরে ৬ জুন রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনি বর্তমানে সাভারেই আছেন।

আক্রান্ত হাফসা বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে জানা যায়, তার স্বামী  ঢাকা ফায়ার সার্ভিসের হেড অফিসে চাকরি করেন। গত ২৭ রমজান ঈদের ছুটিতে টাঙ্গাইল তাদের ভাড়া বাসায় আসেন।

সেখানে ছুটি কাটিয়ে ঈদের পর দিন চাকরিতে চলে গেলে সেখানে তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রেখে করোনা ভাইরাসের পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

তার স্বামীর পরীক্ষার ফলাফল পজেটিভ আসার কারণে টাঙ্গাইল ফায়ার সার্ভিস থেকে তার এবং তার ছেলের করোনা ভাইরাসের পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়।

পরে তিনি তার বাবার বাড়ি কালিহাতী হওয়ায় সুবাধে গত ১ জুন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে গেলে কর্তৃপক্ষ গত ২ জুন নমুনাটি ঢাকায় পাঠিয়ে দেন।

পরে ৬ জুন রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। সে বর্তমানে টাঙ্গাইলে ভাড়া বাসায় রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme