সংবাদ শিরোনাম:

কালিহাতীতে শুকুর মাহমুদ হত্যার আসামী সৈয়দ মামুন গ্রেফতার

  • আপডেট : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৮০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে শুকুর মাহমুদ (৩২) কে হত্যা মামলার আসামী সৈয়দ মামুন (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার সকালে উপজেলার বাসাইল উপজেলার আইসড়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে কালিহাতী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

আটককৃত আসামী বাসাইল উপজেলার আইসড়া গ্রামের সৈয়দ আশরাফের ছেলে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১৪ মে সন্ধ্যায় আসামী সৈয়দ মামুনসহ আরও ১৫ জন আসামী পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কালিহাতী উপজেলার গোলরা গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মৃত শুকুর মাহমুদকে কুপিয়ে জখম করে। পরে হাত ও পায়ের রগ কাঁটাবস্থায় স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় কালিহাতী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতায় বাসাইলের আইসড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme