প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান পরিচালনা করে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব।
আজ রবিবার টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে অভিযান পরিচালনা করে মৃত আ: খালেকের বাড়ি থেকে ৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এসময় কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে মৃত আ; খালেকের ছেলে মো: দেলোয়ার হোসেন ওরফে দেলু (৬০) ও একই এলাকার সোনা মিয়ার ছেলে হুমায়ুন (৫১) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার কালিহাতি থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিলো। তারা মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী দেশীয় চোলাই মদ সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিলো। তাদের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।