সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল হরিজন পল্লীতে পূজা নিয়ে মারামারি,গর্ভবতী নারীসহ আহত ৩ গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কালিহাতীর দূর্গাপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৬৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রকতবেদক: টাঙ্গাইলে কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে নানা দূর্নীতি ও স্বেচ্ছাচারীমূলক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে দূর্গাপুর ও পটল বাজারের জনগণ। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শফি কামাল সিদ্দিকী সোহেল, ছাত্রলীগ নেতা রুবেল ভূইয়া, ইউসুফ আলী, আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা চেয়ারম্যান আনোয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় দূর্গাপুর ও পটল বাজারের শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, (৩০ ডিসেম্বর) সোমবার সকাল ১১ টার দিকে দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌকিদার দিয়ে ৪ কাপ চা দিতে বলেন। চা দিতে দেরি হওয়ায় বিল্লালকে ডেকে নিয়ে ওই বাজারের জাহাঙ্গীরের দোকানের সামনে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে কিল ঘুষি লাথি ও গালে এলোপাথারী চরথাপ্পর মারেন।

এ সময় বাজারের লোকজন এগিয়ে এসে আমাকে ছাড়িয়ে নেন। পরে কালিহাতী হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা নেন চা বিক্রিতা বিল্লাল হোসেন। চেয়ারম্যান ও তার ভাই আঃ খালেক প্রামানিকসহ তার লোকজন আমার দোকান বন্ধ করে দেয়। চেয়ারম্যান আনোয়ার হোসেন হুমকি প্রদান করে বলে এ বাজারে তুই আর চা দোকানদারী করতে পারবি না।

বিল্লাল হোসেন আরো বলেন, এ ঘটনা পুলিশ ও সাংবাদিককে যদি জানাই তাহলে আমাকে এলাকায় থাকতে দেয়া হবে না । এ বিষয়ে বিল্লাল হোসেন কালিহাতী থানায় দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও তার ভাই আঃ খালেক প্রামানিককে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme