সংবাদ শিরোনাম:

কুড়িগ্রামে সাংবাদিককে সাজা প্রদানের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৫০২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে বাড়ি থেকে মধ্যরাতে তুলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমেে এক বছরের সাজা প্রদানের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি হাবিব খান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, বিটিভি’র প্রতিনিধি জে সাহা জয়, বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয় প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে গ্রেফতার হওয়া সাংবাদিক আরিফুল ইসলামের মুক্তি ও জেলা প্রশাসকসহ পরিচালিত মোবাইল কোর্টের সম্পৃক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, কার্যনির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন সুমন, সাহাব উদ্দিন মানিক, সদস্য আরিফ উর রহমান টগর, কাদির তালুকদার, যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, যমুনা টেভিশনের জেলা প্রতিনিধি শামীম আল মামুন, টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার সম্পাদক মোস্তাক হোসেন ও বিজয় টিভির জেলা প্রতিনিধি আবু জুবায়ের উজ্জলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme