মো.নুর আলম গোপালপুর : গোপালপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম শতবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত আন্তঃ স্কুল ও মাদ্রাসা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) কাবাডি সেমিফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন। ধোপাকান্দি গার্লস বনাম রাধারানী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
কাবাডি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান,
থানা তদন্ত অফিসার কাইয়ুম খান সিদ্দিকী, আলহাজ্ব শামসুল মাস্টার, গোলাম রায়হান বাপন, আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান শিক্ষক ও ছাত্র-ছাত্রী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।