প্রতিদিন প্রতিবেদক গোপালপুর: গোপালপুরে শিক্ষা প্রতিষ্ঠান গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার এর আয়োজনে (১৫ জানুয়ারি) বুধবার সকালে মাদ্রাসা মাঠে, মাদ্রাসার ২০২০ সালের কারিগরি ও দাখিল, এস এস সি সমমান পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ডা. ফাইজুল আমিন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবাহান তুলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি মো. আব্দুস সামাদ সচিব, উক্ত প্রতিষ্ঠান গভর্নিং বডির সদস্য আলহাজ্ব কবির হোসেন, অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল আরবি প্রভাষক মো.শরাফত উল্লাহ্, আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক এস এম নূরুল ইসলাম। এসময় শিক্ষক-শিক্ষিকা ও সকল ছাত্র ছাত্রী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী দের জন্য দোয়া কামনা করা হয়।