সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে পুজামন্ডপ পরিদর্শন করলেন….. সুলতান সালাউদ্দিন টুকু যুক্তরাজ্যে টাঙ্গাইল জাতীয়তাবাদী ফোরাম ইউকে নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত টাঙ্গাইলে কলেজ ছাত্র ইমন হত্যা মামলা, আ’লীগের ২ নেতা গ্রেপ্তার টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার সখীপুরে বেশি দামে ডিম বিক্রি করায় তিন আড়তদারকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা মধুপুরে চাঁদমণি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিতে১৫ হাজার টাকা জরিমানা এবারের পুজাটি যেন নতুন বাংলাদেশের পুজা হয়….উপদেষ্টা ফরিদা আখতার গোপালপুরে ঝাওয়াল ইউনিয়নে সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও চাঁদা দাবি ভূঞাপুর পৌর শহরের বাসা-বাড়িতে বৃষ্টির পানি, পৌরবাসীর চরম দুর্ভোগ টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ১০
গোপালপুরে তৌহিদী জনতার ফ্রান্স বিরোধী বিক্ষোভ

গোপালপুরে তৌহিদী জনতার ফ্রান্স বিরোধী বিক্ষোভ

প্রতিদিন প্রতিবেদক : ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় টাঙ্গাইল গোপালুল উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা এবং সর্বস্তরের তৌহিদী জনতা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন।


রবিরাব (০১নভেম্বর )সকাল ১০টায় গোপালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে সর্বস্তরের তৌহিদী জনতা এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।সকাল ১০টায়  গোপালপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি পুলিশের  পাহারায় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা ব্রিজ এসে মিলিত হয়।এতে গোপালপুর উপজেলার বিভিন্ন  ইউনিয়নের মসজিদের ইমাম, মুয়াজ্জিন , মুসল্লিগণ , বিভিন্ন মাদরাসার  ছাত্র-শিক্ষকগণ অংশগ্রহণ করেন।


সাম্প্রতিক ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ফ্রান্সের বিভিন্ন স্থানে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।এতে গোপালপুর উপজেলার কওমী ওলামা পরিশদের নেতৃবৃন্দ মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননা করায় তীব্র নিন্দা ও সকলকে ফ্রান্সের পণ্য বর্জনসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন ।


গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা বলেন, আমরা মুসলিম আমরা আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি,ব্যঙ্গচিত্র কোন ধরনের অবমাননা সহ্য করবো না।
নলিন বাজার  কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মফিজুর রহমান  সমাপনী বক্তব্যে তৌহিদী জনতার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে ৩ দফা প্রস্তাবনা তুলে ধরেন,

১. রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বর্জন।

২. সংসদ অধিবেশন ডেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব দেয়া।

৩. ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বর্জন করতে হবে।

এছাড়া ফ্রান্স সরকার ক্ষমা না চাওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত রাখার হুশিয়ারীও দেন তিনি।
পরে মজিদপুর  মাদ্রাসার মহতামিম,মাওলানা জুবায়ের রহমানে  মুনাজাতের মধ্য দিয়ে এ প্রতিবাদ মিছিলের সমাপ্তি ঘোষণা করেন। 

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840