মো. নুর আলম গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।
(৭ নভেম্বর) শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা এ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি ও এমপি মহোদয়ের পিতা এ্যাডভোকেট আব্দুল গফুর, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড়মনি),
উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ওসি মো. মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কে এম গিয়াস উদ্দিন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারসহ সরকার দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।