মো. নুর আলম গোপালপুর : বাংলাদেশের ৬৪ টি জেলায় ভরাট হওয়া ছোট বড় নদী, খাল ও জলাশয় পূর্ণঃ খননের প্রকল্পের প্রথম পর্যায়ের আওতায় গোপালপুর উপজেলার পৌর শহরে বৈরাব নদী পূর্ণঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড-এর বাস্তবায়নে বুধবার বিকাল ৫ ঘটিকার সময়, স্থানীয় হাট বৈরিয়ান প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর ও ভুয়াপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন, আমন্ত্রিত অতিথি গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা,
সাধারণ সম্পাদক গোপালপুর আওয়ামী লীগ সাইফুল ইসলাম সুরুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, রফিকুল ইসলাম রফিক, আব্দুল মোমেন,
আব্দুস সুবহান তুলা, রওশন খান আইয়ুব, আব্দুল হাই, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা কর্মী ও পৌর শহরের লোকজন।