সংবাদ শিরোনাম:

গোপালপুরে বিভিন্ন পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: বিভিন্ন পেশার মানুষের সাথে মত বিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মোঃ পারভেজ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় উপজেলার সকল অফিসার-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন তিনি।

পরে উপজেলায় ইংলিশ ভার্সন স্কুল, অফিসার্স ক্লাবের নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। এছাড়াও গোপালপুর উপজেলার ঝাওয়াইলে আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন ও আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দাদের মধ্যে ভ্যান গাড়ি ও দুটি দোকান উদ্বোধন করেন। শেষে গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসককে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, গোপালপুরে পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা অফিসার ইনচাজ(ওসি) মো. মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামছুল আলম, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আঃ মোমেন, গোপালপুর প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যনহ অনান্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme