মো.নূর আলম গোপালপুর : সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র গোল্ডকাপ টুর্নামেন্টের চূড়ান্ত খেলা শনিবার অনুষ্ঠিত হয়।
খেলায় গোপালপুর খেলোয়াড় কল্যান ক্লাব ট্রাইব্রেকারে টাঙ্গাইল ফুটবল একাদশকে ৪-৬ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন গোপালপুর খেলোয়াড় কল্যান ক্লাবের ইমরান হোসেন। পরে মেয়র রকিবুল হক ছানার সৌজন্যে গোল্ডকাপ এবং ওয়ালটনের সৌজন্যে ফ্রিজ পুরস্কার হিসাবে বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, ইউএনও বিকাশ বিশ্বাস, মেয়র রকিবুল হক ছানা, ওসি হাসান আল মামুন, আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান তালুকদার, ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইসচেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা।