মো. নুর আলম গোপালপুর : “এখনই সময় অঙ্গীকার করার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়বো ” এই শ্লোগানে গোপালপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালী পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলিম আল রাজী, গোপালপুর থানার ওসি মো. হাসান আল মামুন,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, সিনিয়র টিসিএল মো. মোবারক হোসেন, টিসিএল শাহানাজ পারভীন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যক্ষ্মা নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ গ্রহন করেন।