মো.নূর আলম গোপালপুর: গোপালপুরে লকডাউনের নামে রাস্তা অবরোধ করে পণ্যবাহী যানবাহন থেকে চাঁদাবাজির করার সময় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৮ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (০৯ এপ্রিল) থানায় মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার হেমনগর ইউনিয়নের সোনামুই গ্রামের, আক্তার হোসেন (৪১), আবু হানিফ (৩৫), মোঃ ইসমাইল (২৮) ও মোঃ রফিকুল (২৭)।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, পুলিশের টেলিসেবা কেন্দ্র ৯৯৯ থেকে বুধবার রাতে তাদের জানানো হয় ভূঞাপুর তারাকান্দি সড়কের সোনামুই বাজার এলাকায় কিছু লোক পণ্যবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজি করছে। খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে চাঁদা তোলার সময় হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করে।
পরে বৃহস্পতিবার উপপরিদর্শক (এসআই) মোঃ আক্তারুজ্জামান বাদি হয়ে ওই চারজনকে আসামী করে দ্রুত বিচার আইনে গোপালপুর থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর তারা চাঁদাবাজির কথা স্বীকার করেছে।