প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে পৌর শহরের ডুবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ছাত্রছাত্রীর মধ্যে খেলার সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
ডুবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ২৭ জুলাই বুধবার দুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, আরিফুল ইসলাম তালুকদার আরিফ, শফিকুল ইসলাম শফিকসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।