মো.নুর আলম গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে, মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতার ফাইনাল খেলা গতকাল শনিবার সূতী ভিএম পাইলট মডেল সরকারি হাইস্কুলে মাঠে অনুষ্ঠিত।
খেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল -২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য জনাব ছোট মনির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) জনাব আমীর খসরু, থানা অফিসার ইনচার্জ জনাব মো. মুস্তাফিজুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, ওসি (তদন্ত) জনাব কাইয়ুম সিদ্দিকী, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী এসময় উপস্থিত ছিলেন।