প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : গোপালপুর পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং গোপালপুর-ভূঞাপুরের সাবেক সংসদ সদস্য আলী তালুকদারের ২২ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে শোক র্যালী ও মাজার জিয়ারত আলোচনা সভা ও দোয়া- মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে পৌর মেয়র রকিবুল হক ছানা এর সভাপতিত্বে পৌর ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ সিটি, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, নগদা শিমলা ইউনিয়নের চেয়ারম্যান এম হোসেন আলী, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার, ধোপাকান্দি ইউনিয়নের এর চেয়ারম্যান আব্দুল হাই,
হাদিরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার,সহ সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ও পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ও আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে গোপালপুর উপজেলা আওয়ামীলীগ পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষ্যে দিনব্যাপি কোরআনখানি, মিলাদ মাহফিল, মরহুমের করব জিয়ারত এবং বিকেল ৩ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভায় অংশ নেন জেলা, উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও মহিলালীগের নেতৃবৃন্দ।