মো. নুর আলম গোপালপুর ঃ করোনাভাইরাসের সংক্রমন রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও সর্বাত্বক লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরে ২৩টি মামলায় ৪ হাজার ৭ শতটাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট মো. পারভেজ মল্লিক ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন।
উপজেলা সহকারী ভূমি সাদিয়া ইসলাম সীমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজি, এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন, পৌরমেয়র রকিবুল হক ছানা, এসময় উপস্থিত ছিলেন শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর উপস্থিত ছিলেন।