সংবাদ শিরোনাম:

গোপালপুর উপজেলা নবাগত পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান

  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কে. এম. গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান মারুফ হাসান জামী ও মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগমকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, ভাইস চেয়ারম্যান মারুফ হাসান জামী ও মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেগম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme