মো. নুর আলম গোপালপুর : “পুলিশই জনতা, জনতাই পুলিশ” প্রতিপাদ্যে গোপালপুরে থানা পুলিশ ও গোপালপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) বিকালে গোপালপুর থানা অফিসার ইনচার্জ-এর কক্ষে সভায় থানা সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপক বাণী চক্রবর্তী,
সম্পাদক অধ্যাপক আ: মোমেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, কমিউনিটি পুলিশের যুগ্ম আহ্বায়ক ও বাস মালিক সমিতির কার্যকারী সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহঅত্র সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় কমিউনিটি পুলিশিং এর কাযক্রম জোরদার, পার্টনারশীপ পুলিশীং এর মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ এবং অপরাধ মুক্ত করার জন্য একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্তকরন এবং পর্যায়ক্রসে সকল ইউনিয়নে স্থানীয় কমিউনিটির সাথে মত বিনিময় সভার আয়োজনসহ নিয়মিত ওপেন হাউস ডে আয়োজনসহ সার্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।