প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের ঝড়কা বিট অফিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে এ অগ্নিকার্ডের ঘটনা ঘটে।
ধলাপাড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে ঝড়কা বিট অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মূহূর্তের মধ্যে আগুন পুরো বিট অফিস ছড়িয়ে পড়ে। পরে ওই এলাকায় কর্মরত বন বিভাগের কর্মচারীরা আমাদের মুঠোফোনে জানায়। অগ্নিকান্ডের প্রায় ঘন্টা খানিক পরে ঘাটাইল ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় ঘন্টাব্যাপি প্রচেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে বিট অফিস পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকান্ডের ঘটনায় বিট অফিসের প্রায় সকল নথিপত্র বিনষ্ট হয়ে গেছে। এছাড়াও বিট কর্মকর্তা মো: সোলায়মান ছুটিতে থাকায় তার সকল আসবাবপত্র, মোটরসাইকেল, টিভি, ফ্রিজসহ সকল সরঞ্জাম আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় আমাদের অনেক ক্ষতি হয়ে গেলো।