প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: করোনা ভাইরাসের কারণে সারাদেশে সরকারের পক্ষ থেকে সব ধরনের জনসমাগম, রাস্তায় যানচলাচল নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
জরুরী কোন কাজ ছাড়া বাড়ি থেকে মানুষকে বের না হওয়ার জন্য বিশেষ ভাবে সর্তক করা হয়েছে। রাস্তাঘাটে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে মাইকিং করে প্রচার করা হচ্ছে রাস্তায় বের না হওয়ার জন্য।
ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। হঠাৎ করেই নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। দিন মজুরদের সহযোগীতা করতেই ঘাটাইল উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আরজুর বক্তিগত উদ্দ্যোগে এক হাজার হত দরিদ্র পরিবারগুলোর জন্য বাড়ি বাড়ি গিয়ে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন ঘাটাইল উপজেলার ভাইস কাজী আরজু ।
রোববার (২৯ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পৌরসভা হতে দরিদ্র রিকশাচালক ও দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু পেয়াজ,সাবান,মাক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এসময় কাজী আরজু বলেন, প্রতি ইউনিয়নে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ চলবে ।