সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

ঘাটাইলে জীবন সংগ্রামী কিশোর কামরুল বাঁচতে চায়  মায়ের সাহায্যে প্রার্থনা 

  • আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : মানুষ মানুষের জন্য।  জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি? মানুষ পেতে পারে না ও বন্ধু। জনপ্রিয় গায়ক ভূপেন হাজারিকার  গানের মতো মানুষের কাছে সহযোগিতা চেয়ে তাকিয়ে আছে কিশোর কামরুল (১৬)। 

 কামরুলের বাড়ি     টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বসুবাড়ি গ্রামে। তার বাবার নাম মৃত হিরা মিয়া। 

প্রায় ৪ বছর আগে বাবাকে হারিয়ে এতিম হয়ে সংসারের হাল ধরে এ কামরুন। যে বয়সে তার স্কুলে যাবার কথা তখন সে মায়ের মুখের দিকে তাকিয়ে হাতে তুলে নিয়েছে অটো ভ্যান। হালকা পাতলা গঠনের শরীর নিয়ে কামরুল কোন রকমের অর্থ  উপার্জন করে ডাল ভাত জুটতো তাদের সংসারে। মা কমলা খাতুন  (৪৫) আর ছোট ভাই হাসান (১১) কে নিয়ে মানবেতর জীবন যাপন করে আসতেছিল কামরুল। 

বিধির কি নীলা। এর মাঝে কামরুলের শরীরে বাসা বেধেছে এক কঠিন রোগ। হটাৎ করেই তার পা ফুলে গেছে। এখন সে বাড়িতে শয্যাশায়ী। রোগ শনাক্ত করে ঔষধ কেনার মতো টাকা তার কাছে নেই। 

কিশোর কামরুলের মা কমলা খাতুন ছেলের এ অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়েছেন। এখন কামরুলের এক মাত্র ছোট ভাই হাসান (১১) সেও শহরের মোটর সাইকেল গ্যারেজে কাজ করতেছে অভাব অনটনের সংসারে ভাগ্যে চাকা ঘুরাতে। 

 আশেপাশের লোকজন ভেবে ছিল কামরুল বাঁচবে না। কিন্তু রাখে আল্লাহ মারে কে? । মানুষের সহযোগিতা নিয়ে  কমলা খাতুন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ছেলেকে চিকিৎসা করিয়েছেন। বর্তমানে কামরুলের চিকিৎসাতো দূরের কথা। ছেলের মূখে তিনবেলা খাবার তুলে দিতে পারছেন না মা কমলা খাতুন। নিয়মিত ঔষধ না খেলে কামরুলের পা ফুলে যায়, রক্ত পড়া শুরু হয়।  তখন সে অসহ্য যন্ত্রণায় চিৎকার করে কান্না করে। 

 কামরুলের  কান্নাকাটি শুনে প্রতিবেশীদের মনও কেদে উঠে বলে জানালেন স্থানীয়  কবি ও সংবাদকর্মী সালাম চান তরফদার। 

সরেজমিনে আজ বুধবার সকালে কামরুলে বাড়িতে গিয়ে দেখা যায় 

ঘরের বাইরে টুলে বসে দীর্ঘশ্বাস নিচ্ছে পাশে মা কমলা খাতুন শরীরে হাত বুলিয়ে আল্লাহ কে ডাকছেন। 

আমার দেশ প্রতিনিধি পরিচয় পেয়ে কামরুল বলেন আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। লোকজন কে বলবেন আমাকে সাহায্য করতে। আমি সুস্থ হয়ে আবারো সংসারের খরচের টাকা কামাই (রোজগার) 

করতে চাই। 

একমাত্র ছেলে কামরুল কে বাঁচাতে এবং পরিবারে দুমুঠো ভাত জুটতে আমার দেশের মাধ্যমে  সমাজের বিত্তবান ও মানবিক মানুষের দৃষ্টি 

আকর্ষণ করেছেন মা কমলা খাতুন। কামরুল কে বাঁচাতে সাহায্য পাঠানোর মোবাইল নম্বর নগদ ০১৭২৫৬০৬৮০৬ ( কামরুল)

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme