সংবাদ শিরোনাম:

ঘাটাইলে প্রবাসী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: ঘাটাইলে প্রবাসী মোশারফ মিয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী। শুক্রবার দুপুরে উপজেলার দিঘর ইউনিয়নের মাইদারচালা বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান, দিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।

এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম, আল আমিন হোসেন, নজরুল ইসলাম, ডাঃ গিয়াস উদ্দিন এবং নিহত মোশারফ মিয়ার বাবা সেকান্দর আলী ও মাতা ময়ফল বেগম।

এসময় এলাকাবাসী নিহত মোশারফের লাশ উদ্ধারসহ আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, গত ৪ আগষ্ট ঘাটাইলের কদমতলী গরুর হাট থেকে ফেরার পথে রাত ৯টার দিকে নিখোঁজ হয় প্রবাসী মোশারফ। পরের দিন তার পরিবার ঘাটাইল থানায় জিডি করলে পুলিশ তার কললিস্টের সূত্র ধরে প্রতিবেশি সৌদি প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী ও কালিহাতী উপজেলার বীর বাসিন্ধা গ্রামের মৃত মেসের আলী মন্ডলের মেয়ে নাসিমাকে গত ১৬ আগষ্ট রাতে আটক করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিনের পরকিয়ার কথা স্বীকার করে। স্বীকারোক্তিতে বলেন, গত ৪ আগস্ট মোশারফের সাথে দেখা ও ভাই আখতারের পরিকল্পনায় ও সহায়তায় কালিহাতী উপজেলার বীরবাসিন্দা এলাকায় খুন করে ওই গ্রামের গজারিয়া বিলে বাঁশের সাথে বেঁদে ডুবিয়ে রাখে।

পরে নাসিমাকে গত ১৭ আগস্ট আদালতে প্রেরণ করে কালিহাতী থানা পুলিশ।
নিহত মোশারফ মিয়ার লাশ এখনো উদ্ধার ও মামলার অন্যতম আসামী আখতারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme