প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : শিশুকে খাওয়ানোর দুধ নিয়ে বাড়ী ফেরার পথে ঘাটাইলে বজ্রপাতে আঁখি আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহত গৃহবধূর উপজেলার সংগ্রামপুর গ্রামের আবদুল হামিদের স্ত্রী। তাদের একটি পুত্র সন্তান রয়েছে।
সোমবার (১৩ মে) বিকেলে উপজেলার সংগ্রামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, বিকেলে গৃহবধূ আঁখি আক্তার নিজ বাড়ী থেকে গরুর দুধ সংগ্রহের জন্য পার্শ্ববর্তী বাড়ীতে গিয়েছিলেন। এর মধ্যে প্রচন্ড ঝড়-বৃষ্টি সাথে বজ্রপাত শুরু হয়। পরে দুধ নিয়ে দৌড়ে বাড়ী ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।