সংবাদ শিরোনাম:

ঘাটাইলে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭১৭ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: যথাযোগ্য মর্যাদায় ঘাটাইলে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রভাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘাটাইল উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন। সকাল ৮টায় ইউএনও অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে প্রভাতফেরী বের করা হয়। এটি উপজেলা চত্বও থেকে বের হয়ে ঘাটাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সকাল পৌনে ৯টায় সাবেক এমপি আমানুর রহমান খান রানার নেতৃত্বে প্রভাত ফেরী বের করা হয়। প্রভাত ফেরী পরবর্তীতে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান শহীদ। অন্যান্যের মধ্যে নব যোগদানকারি সহকারি কমিশনার (ভূমি) মোছাম্মৎ ফারজানা ইয়াসমিন, জিবিজি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনি প্রমুখ বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme