প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল ঃ টাঙ্গাইলের ঘাটাইলের সন্ধানপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শহীদ নূরুল ইসলাম খান খরকু মুক্তারের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সন্ধানপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা লীগের আয়োজিত সংগ্রামপুুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মো. নূরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক ভাইস চেয়ারম্যান মো.আরিফ হোসেন,রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদুল হক সরকার,দিগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন,
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আ: করিম সহ জেলা উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, নবীণলীগ, বঙ্গবন্ধু অনলাইন ঐক্য পরিষদের নেতাকর্মীরা।