প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে অভিযান পরিচালনা করে ৩৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
আজ সোমবার সকালে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল উপজেলার কামালপুর এলাকায় অভিযান পরিচালনা করে মো: রাসেল (২৬) কে গ্রেফতার করা হয়। সে ঘাটাইল উপজেলার কামালপুর এলাকার আলী হোসেনের ছেলে। এসময় তার কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল।
আসামীর বিরুদ্ধে ঘাটাইল থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।