প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইলে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মোহাম্মদ কামরুল ইসলাম এ অভিযান পরিচলনা করেন। এতে পথচারিদের মাঝে স্বস্থি বিরাজ করছে।
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কলেজ মোড় চত্বর থেকে শুরু করে মেইন রোড, স’মিল রোড ও কলেজ রোডে অবৈধ চা স্টলসহ বিভিন্ন দোকান বসিয়ে ব্যবসা করে আসছিল দখলদাররা।
এ কারণে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা সদরে সব সময় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। যানজট দুর করতেই উচ্ছেদ অভিযান চালান স্থানীয় প্রশাসন। এ সময় প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা।